বুলবুল আহম্মেদ শেরপুর : শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়া গ্রামের এক কিশোরী (১৫) কে ধর্ষণ মামলার পলাতক একমাত্র আসামী মো. বিল্লাল মিয়া (২৫) পুলিশের হাতে গ্রেফতার না হওয়ায় সে এখন বিদেশে পালিয়ে যাবার চেষ্টা করছে বলে মামলার বাদীর অভিযোগ। ধর্ষণকারী মো. বিল্লাল মিয়া শেরপুর জেলার সদর উপজেলার পশ্চিম দড়িপাড়া গ্রামের মো. আনিছ-এর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার পশ্চিম দড়িপাড়া গ্রামের কুয়েত প্রবাসী (বিদেশ) মো. আনিছ-এর বখাটে ছেলে মো. বিল্লাল মিয়া একই এলাকার দশম শ্রেণিতে পড়ুয়া পিতৃ হীনা দরিদ্র শিক্ষার্থী (১৫) কে বেশ কিছুদিন ধরে বিয়ের প্রলোভন এবং প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়ে আসছিল। পরে ওই কিশোরী শিক্ষার্থী বিল্লাল মিয়ার এমন প্রস্তাব প্রত্যাখান করায় সে তার লালসা চরিতার্থ করার সুযোগ খুঁজতে থাকে। এদিকে গত ৮/২/২০২৩ইং তারিখে সকাল ১০টায় দিকে কিশোরীর মা তার মেয়েকে ফাঁকা বাড়ীতে একা রেখে প্রতিদিনের মত কাজে যায়। এরই এক পর্যায়ে সুযোগ বুঝে বখাটে বিল্লাল মিয়া কিশোরীর বশতঘরে প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই ধর্ষিত কিশোরী তার মা বাড়িতে এলে ধর্ষণের বিষয়টি খুলে বলে। পরে এঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা ধর্ষণকারী বিল্লাল মিয়াকে একমাত্র আসামী করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৪। মামলা দায়েরের সময় বিল্লাল মিয়ার বাবার আসল নাম মো. আনিছ এর স্থলে এলাকায় প্রচলিত ডাক নাম মো. লালু মিয়া লেখা হয়। আর ওই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ষণকারী বিল্লাল মিয়া ৪ মে বিদেশে পালিয়ে যাবার চেষ্টা করছে বলে এমনটাই অভিযোগ বাদীর। এব্যাপারে পলাতক আসামী বিল্লাল মিয়া তার বাবার নাম বিভ্রাট কে কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে যেতে না পারে এজন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা এবং ওই পলাতক আসামীকে দ্রুত গ্রেফতার করার জন্য সু-দৃষ্টি কামনা করেছেন মামলার বাদী ও এলাকাবাসী।