শেরপুর প্রতিনিধি:
গত ২১ ফেব্রুয়ারি রবিবার শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির উদ্যোগে জেলার নালিতাবাড়ির পানিহাতায় পাখি-বন্যপ্রাণীর উপকারিতা ও সংরক্ষণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেরপুর অঞ্চলে যেসব পাখি ও বন্যপ্রাণী আমাদের পরিবেশ ও মানুষকে উপকার করে সে বিষয়ে বিস্তর আলোচনা এবং এসব পাখি ও বন্যপ্রাণীর মধ্যে যেগুলো বিলুপ্ত হচ্ছে সেগুলোকে সংরক্ষণের বিষয়ে নানা পরামর্শ ও আলোচনা করা হয়। শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সভাপতি সুজয় মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রকৃতি ও পারিবেশের ভারসাম্য রক্ষায় পাখি-বন্যপ্রাণীর গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান, দেবদাস চন্দ বাবু, আব্দুল কাদির, অপূর্ব নন্দী টিটু, পানিহাতা চার্চের পাদ্রি রেভা. ডেভিড মৃধা, পানিহাতা, মায়াঘাসি ও তাড়ানি গ্রামের এলিফ্যান্ট রেসপন্স টিমের যোসেফ সাংমা, হিলমন সাংমা, মো. রমজান আলী, আব্দুস সালাম, লরেঞ্জ দ্রং, মানসুর আলী, সোহেল চিরান, বিজার কবি প্রমূখ।