Friday, September 29, 2023
Homeদেশজুড়েজেলার খবরশেরপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

শেরপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর সংবাদদাতা :শেরপুরে নিজ বসতঘর থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জেলা সদরের বলায়েরচর ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন সামসুল হক (৭৮) এবং তার স্ত্রী সায়েরা বেগম (৭০)। পরিবারের দাবি, সামসুল হক মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত সোমবার রাতের যেকোনো সময় তিনি তার স্ত্রীকে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেন। ওই দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে রফিকুল ইসলাম বলেন, আমার বাবার মানসিক সমস্যা ছিল। বাবা-মার মধ্যে পারবারিক কলহ ছিল। বাবাকে ডাক্তারের কাছে নিতে চাইলে তিনি পালিয়ে যেতেন। সকালে আমার ছেলে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পেছনের দরজা দিয়ে সে ভেতরে গিয়ে দেখেন তারা মৃত পড়ে আছেন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেয়া হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments