শেরপুর সংবাদদাত : শেরপুরে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন শেরপুর মডেল গার্লস ডিগ্রী কলেজের আয়োজনে বসন্ত বরণ উৎসব পালিত হয়।এ উপলক্ষে সকালে বর্ণাঢ্যে র্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা জেলা প্রশাসক সাহেলা আক্তারকে বসন্তকালের শুভেচ্ছা জানায়। পরে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলা-ধূলাসহ বসন্ত বরণের নানা আয়োজন করা হয়।
এসময় কলেজের অধ্যক্ষ তপন সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং কমিটির সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন। এদিকে জেলার নালিতাবাড়ি উপজেলায় সেঁজুতি বিদ্যা নিকেতনের আয়োজনে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বসন্ত বরণ পালন করা হয়।