শেরপুর সংবাদদাতা : শেরপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং এর ধারাবাহিকতায় শনিবার সকালে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন।
এসময় শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আরিফুল ইসলাম এঁর নেতৃত্বে জেলার সদর উপজেলার শেখ হাটি, বটতলা, গাজীর খামার, নিউমার্কেট এলাকায় প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য মাইকিং করা হয় এবং প্রতিটি দোকানে লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয়।
এসময় গাজীর খামার বাজারে মূল্য তালিকা না থাকায় ৩৮ ধারায় আশরাফ এন্টারপ্রাইজকে ৫ হাজার ও সোহান স্টোরকে ১ হাজার এবং শেখ হাটি বাজারে জনি স্টোরে ১ হাজার করে মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সেইসাথে অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ব্যবসা করতে নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সহায়তা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশ লাইনের একটি দল নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।