Friday, June 9, 2023
Homeশেরপুরশেরপুরে সাদামাটি উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড

শেরপুরে সাদামাটি উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড

নালিতাবাড়ী সংবাদদাতা : শেরপুরের সীমান্তবর্তী এলাকা নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামে ২৯ মার্চ বুধবার দুপুরে সাদামাটি উত্তোলন বন্ধে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মো: হাবিবুর রহমান (৩৮) কে বালু উত্তোলনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আটককৃত হাবিবুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করা হয়। দ্বন্ডাদেশ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নালিতাবাড়ীর খৃষ্টফার হিমেল রিছিল, এ সময় নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হকঅনেকেই উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত ছিল বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments