শেরপুর সংবাদদাতা : শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি স্বপন মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। গতকাল মঙ্গলবার তাকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগে গত সোমবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন মিয়া নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশির আকবর আলির ছেলে। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আবদুর রাজ্জাক।র্যাব সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে। এতে কারাগারের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি এবং কয়েদিকে পালিয়ে যেতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের একটি অভিযানিক দল স্বপন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হন।বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আবদুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত হাজতি ঘটনার দিন অন্যান্য কয়েদিদের সঙ্গে কৌশলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায়। এরপর তিনি শেরপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related Posts
কালশীতে পুলিশের সঙ্গে অটোচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া
- AJ Desk
- May 19, 2024
ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে মাঠে নেমেছে চালক ও মালিকরা। রবিবার সকাল থেকে মিরপুর এলাকায় […]
ভয় দেখিয়ে কৃষকদের জমি লিখে নেওয়ার অভিযোগ বেনজীরের বিরুদ্ধে
- AJ Desk
- May 31, 2024
মুখ খুলতে শুরু করেছে সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের নির্যাতনের শিকার সাধারণ মানুষ। দুদকের আবেদনের পেক্ষিতে […]
বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে বাসে আগুন দিয়ে হত্যা
- AJ Desk
- April 27, 2024
রাজধানীর ডেমরায় গত বছরের ২৮ অক্টোবর দিবাগত গভীর রাতে অছিম পরিবহণের বাসে আগুন দিয়ে জীবন্ত […]