ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের শ্রীর্বদী ও ঝিনাইগাতী তিন আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এম,এ বারীর ছেলে আলহাজ্ব মোহসিনূল বারী রুমি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের শেরপুর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী মোহসিনূল বারী রুমি দুই উপজেলার ছিন্নমূল, অসহায়,হত দরিদ্র দুই হাজার মানুষের পাশে শৗতবস্ত্র কম্বল নিয়ে ১৭টি ইউনিয়নে নিজেই বিতরণ করছেন। গতকাল মঙ্গলবার বিকালে ঝিনাইগাতী ধানশাইল ইসলামিয়া দাখিল মাদরাসা ও বাকাকুড়া স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়িয়েছি । যতদিন বাংলাদেশ শেখ হাসিনার হাতে থাকবে ততদিন কাউকে না খেয়ে মরতে এবং দূর্ভিক্ষের কবলে পড়তে হবে না। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, যুব নেতা রকিবুল হাসান রুকন, রবি, জুয়েল, রিপন, কাংশা ইউপির সাবেক চেয়ারম্যান আনার উল্লাহ, যুবলীগ ইউনিয়ন সভাপতি সামছ উদ্দিন ও আব্দুল হালিম প্রমুখ। শীতার্ত মানুষেরা হাতে কম্বল পেয়ে প্রচন্ড শীত নিবারণ করার ফলে বেজায় খুশি হয়েছেন।