Tuesday, June 28, 2022
Homeশেরপুরশেরপুর পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ

শেরপুর পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ

নাজমুল হোসাইন:

ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ সকল কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেছেন। গত ১৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে তাদের শপথবাক্য পাঠ করান, বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি। এসময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, জেলা পরিষদের উর্ধ্বতন কর্মকর্তা এবং শেরপুরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ নিয়ে ৩ দফায় নির্বাচিত হয়ে শপথ নিলেন, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। শপথ গ্রহণকারী কাউন্সিলররা হচ্ছেন ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ডের রহমতউল­াহ, ৪নং ওয়ার্ডের নাসিরুল ইসলাম নাহিদ, ৫নং ওয়ার্ডের আব্দুস সাত্তার, ৬নং ওয়ার্ডের কামাল হোসেন, ৭নং ওয়ার্ডের নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ডের বাবুল মিয়া ও ৯নং ওয়ার্ডের ইদ্রিস আলী গেন্দাকুল এবং সংরক্ষিত ১নং ওয়ার্ডের হোসনে আরা নাজমা, ২নং ওয়ার্ডের স্মৃতি পারভীন ও ৩নং ওয়ার্ডের নাজমা বেগম। তাদের মধ্যে নজরুল ইসলাম টানা পঞ্চম দফায়, হাবিবুর রহমান টানা দ্বিতীয় দফায়, ইদ্রিস আলী গেন্দাকুল দ্বিতীয় দফায় ও হোসনে আরা নাজমা তৃতীয় দফায় শপথ গ্রহণ করলেন। বাকি সবাই প্রথমবারের মতো শপথ নিয়েছেন। একইদিন শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আলী লালসহ নির্বাচিত কাউন্সিলরদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments