শেরপুর সংবাদদাতা: উত্তর সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে শেরপুর জেলার সীমান্ত জনপদের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে ঠাণ্ডা বাতাস ও হাড় কাপানো শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল পাহাড়ী জনপদের বসবাসকারীদের জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে গরীব অসহায় ও নিম্ন আয়ের মানুষকে। হিমেল ঠান্ডা বাতাসে গরম কাপড়ের অভাবে অবহেলিত এ অঞ্চলের দরিদ্র মানুষগুলোর দুখের নেই শেষ। শীতার্ত গরীব অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের উষ্ণতা দিতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে টুরিস্ট পুলিশ ময়মনসিংহ জোন। গত ১৮ জানুয়ারি বুধবার দুপুরে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের মুক্ত মঞ্চ চত্বরে সীমান্ত জনপদে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের ৩ শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। টুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো হাবিবুর রহমানের নির্দেশনায় টুরিস্ট পুলিশ ময়মনসিংহ জোনের উদ্যোগে এ শীতের কম্বল বিতরন করা হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ওসি বীর মুক্তিযোদ্ধার সন্তান মো মনিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী ও গজনী অবকাশ টোল আদায়কারী প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানার সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্ত অসহায়দের হাতে শীত নীবারনের লক্ষ্যে কম্বল তুলে দেন টুরিস্ট পুলিশ ময়মনসিংহ জোনের সম্মানিত পুলিশ সুপার মোঃ হুমাউন কবির পিপিএম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু বকর সিদ্দীক। এ সময় ময়মনসিংহ টুরিস্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনার উল্লাহ, ঝিনাইগাতী প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ দুদু, শ্রীবরদী প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, ঝিনাইগাতী উপজেলার কোচ সম্প্রদায়ের নেতা যোগল কিশোর কোচ, ঝিনাইগাতীর ওসি তদন্ত আবুল কাশেম, অবকাশের ইজারাদার মোঃ ফরিদ আহাম্মেদ, সমাজসেবক সজিব খানসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।