নিজস্ব প্রতিনিধি : জামালপুর জেলার ইসলামপুর-দেওয়ানগঞ্জ উপজেলার অধিকাংশ চরাঞ্চল এই উপজেলা গুলোতে পুরুষের পাশাপাশি নারীরাও কৃষিজমিতে নিজেদের শ্রম দিয়ে আসছে। কিন্তু তারা কখনই তাদের প্রাপ্য পারিশ্রমিক পান না। যার কারণে বর্তমান সময়ে একজন কৃষকের ধান কাটতে গেলে সেখানে একজন শ্রমিক ৭শ থেকে ৮শ টাকা পেয়ে থাকেন অথচ নারীরা শুধু পরিবারের মধ্যেই তাদের পারিশ্রমিক সীমাবদ্ধ রেখেছে। তারাও চায় অন্যান্য শ্রমিকের মতো নিজেদেরকে অন্যের জমিতে কাজের মাধ্যমে নিয়োজিত করতে। এতে করে একদিকে যেমন তার নিজের আয় হবে অপরদিকে অনেক বেকার নারী, শিক্ষার্থী পাবে তাদের আর্থিক সহযোগিতা। এ বিষয়ে ইসলামপুর উপজেলার সমাজসেবিকা সুফিয়া মনি বলেন আমরাও চাই আমাদের আশেপাশের নারীদের নিয়ে মাঠে কাজ করতে এতে করে অসহায় হতদরিদ্র অনেক পরিবারের নারীরা তাদের শ্রমের বিনিময়ে পাবেন আর্থিক সহযোগিতা, এ সকল অসহায় হতদরিদ্র নারীদের সহযোগিতা করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সহযোগিতা কামনা করছি। উপজেলার যেকোনো প্রান্ত থেকে কৃষি কাজে নারী শ্রমিক নিয়োজিত করার জন্য ০১৭১৫২৪৬৯৮৭ এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।