শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদীতে গড়ে ওঠা অবৈধ করাত কল বন্ধে উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে মোবাইল কোট পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে বন র্নীতিমালা অমান্য করে গড়ে ওঠা ৪ টি অবৈধ করাত কলকে। গত ২ জানুয়ারী সোমবার সকালে উপজেলার সীমান্তবতী সিঙ্গাবুরুনা, রানীশিমুল ও কাকিলাকুড়া নতুন বাজার এলাকায় দীর্ঘদিন যাবৎ গড়ে ওঠা অবৈধ করাত কল উচ্ছেদে মোবাইল কোট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইফতেখার ইউনুস। এ সময় মোবাইল কোট বন নীতিমালা অমান্য করে অবৈধভাবে করাত কল স্থাপন করায় রানীশিমুলের মানিক মিয়া ও রতন মিয়ার মালিকানাধীন করাত কল, সিঙ্গাবুরুনা এলাকার ধনবাদশার ও কাকিলাকুুড়া চৌরাস্তা নতুন বাজার গেল্লি বাপের বাজারের আবুল হায়াতের মালিকানাধীন করাত কল উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে করাত কলের মালামাল জব্দ করেন। বন বিভাগের শ্রীবরদী উপজেলা সামাজিক বনায়ন নার্সারি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেঞ্জার মোঃ আকরাম হোসেন বলেন, বন বিভাগের অনুমতি ও লাইসেন্স না থাকায় ৪ টি করাত কল উচ্ছেদ করা হয়েছে। মিলের মালামাল জব্দ করা হয়েছে। অচিরেই অনুমোদনহীন অবৈধ করাত কল উচ্ছেদে মোবাইল কোট পরিচালনা করা হবে। এ সময় ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, শ্রীবরদী সামাজিক বনায়ন নার্সারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, শ্রীবরদী থানার এএসআই জুবাইদ সহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।