Tuesday, March 21, 2023
Homeশেরপুরশ্রীবরদীতে জনপ্রতিনিধিদের মিলন মেলা

শ্রীবরদীতে জনপ্রতিনিধিদের মিলন মেলা

শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদী উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার সকল জনপ্রতিনিধিদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর সোমবার দুপুরে শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় জনপ্রতিনিধিদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কাকিলাকুড়া ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান মো হামিদুল্লাহ তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রোমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো সানোয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের নারী অধিকার আন্দোলনের অন্যতম নেত্রী, শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্র ও নারী উন্নয়ন সংগঠক মিসেস শামসুন্নাহার কামাল, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নি, জেলা পরিষদ সদস্য মোঃ মাহমুদুল হাসান মুক্তা। এ সময় অন্যানের মধ্যে শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো সালাউদ্দিন সালেম সহ উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর বৃন্দ, ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের নারী সদস্যগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments