Tuesday, October 20, 2020
Home শেরপুর শ্রীবরদীতে জলকেশররায় বিলের মাছ লুট

শ্রীবরদীতে জলকেশররায় বিলের মাছ লুট

শ্রীবরদী সংবাদদাতা:

শেরপুরের শ্রীবরদীতে জলকেশররায় বিলের মাছ লুট হয়েছে। ২৯ আগষ্ট শনিবার দুপুরে উপজেলার তাতিহাটি ইউনিয়নের বনপাড়া গ্রামের সংঘবদ্ধ একটি চক্র দলবদ্ধভাবে বেড় জাল দিয়ে ওই বিলের মাছ লুট করেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন একতা মৎস জীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। এ ঘটনায় চরম ক্ষতির আশংকা করছেন ওই মৎসজীবি সমবায় সমিতির সদস্যসহ স্থানীয় মৎসজীবিরা।

জানা যায়, জলকেশররায় বিলে ৫৩ দশমিক ৯৩ শতাংশ জমির জলাশয়ের ইজারাদার হিসেবে একতা মৎসজীবি সমবায় সমিতি দেশীয় জাতের মাছের চাষ করে আসছে। এতে বছরের বেশিরভাগ সময় শতাধিক মৎসজীবি মাছ আজরণ করে জীবিকা নির্বাহ করছেন। ওই বিলের উৎপাতি মাছ স্থানীয়ভাবে চাহিদা মিটিয়েও বছরে লাখ লাখ টাকার মাছ জেলা শহর সহ বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। গত দুপুরে ওই বিলের পাশের বনপাড়া গ্রামের সংঘবদ্ধ ২০ হতে ২৫ জনের একটি চক্র আগাম ঘোষণা দিয়ে বেড় জাল নিয়ে মাছ ধরতে আসে। এ সময় ওই বিলের ইজারাদার ও একতা মৎসজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ মৎসজীবিরা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুরে ওই চক্রটি আবারো লাঠিসোটা ও বেড় জাল নিয়ে মাছ ধরতে আসে।

এ ব্যাপারে একতা মৎসজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, আজ শনিবার দুপুরে ওই চক্রটি মাছ ধরতে এলে আমরা বাঁধা দেই। এ সময় তারা আমাদের ওপর হামলা করে। আমরা প্রাণের ভয়ে ঘটনাস্থল থেকে সরে বিলের পাড়ে আসি। এ সময় তারা বিলের লক্ষাধিক টাকা মূল্যের মাছ ও মৎসজীবিদের বেড় জালসহ নৌকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে তিনি আইনগত সহায়তা চেয়ে তিনি উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দাখিল করেছেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান দৈনিক কালের কন্ঠকে বলেন, ওই বিলের ইজাদারের অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নায়েবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে বলা হয়েছে। এছাড়াও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। এ ব্যাপারে প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে অচীরে ওই বিলের সব মাছ লুট হবে। এমনটাই আশংকা করছেন মৎসজীবিসহ স্থানীয় সচেতন মানুষরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে শিক্ষার্থীদের : প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স: স্কুল বন্ধের এই সময়ে শিক্ষার্থীদের ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।...

শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

আ.জা. ডেক্স: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক...

বকশীগঞ্জে পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংর্ঘষ

নিজস্ব সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে পৌর আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগের সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক...

প্রশ্নবিদ্ধ করতেই উপ-নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি: কাদের

আ.জা. ডেক্স: সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই উপ-নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি তামাশার নাটক...

Recent Comments