শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদীতে আদালতের নির্দেশে মামলার ডিক্রিকৃত জমি হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার হাসধরা গ্রামে বিবাদী জহুরা বেগম গংদের বাড়ি ঘর গাছপালা উচ্ছেদ করে ডিক্রিপ্রাপ্ত তোফাজ্জল হোসেন গং এই জমি বুঝে দেন আদালত। মামলা সূত্রে জানা যায়, আলহাজ্ব মো, তোফাজ্জল হোসেন বাদী হয়ে চক্রপুর মৌজার সাড়ে ৭২ শতাংশ জমি ১০-০৫-২০১২ইং তারিখে সহকারি জজ আদালতে জহুরা বেগম গংদের বিরুদ্ধে জবর দখলের অভিযোগ তুলে মামলা দায়ের করেন। যার মামলা নং ৯১/১২। মামলাটি ডিক্রি হলে গত ১৯ জানুয়ারি জবর দখলকৃত স্থাপনা উচ্ছেদ করে বাদী পক্ষকে বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ দেন আদালত। এরই প্রেক্ষিতে ওইদিন বিকালে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড ইফতেখার ইউনুস ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৫০ শতাংশ জমি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জজ কোর্টের নাজির আমিনুল ইসলাম বাদল ও অ্যাডভোকেট কমিশনার মো, শেখ ফরিদ।