শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদীর ভারেরা ছমিরদ্দিন পাবলিক স্কুল এন্ড কলেজের বই বিতরণ উৎসবে সন্ত্রাসী হামলা ও মিথ্যা তথ্য ফেইসবুকে দিয়ে স্কুলের সম্মান হানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে ওই স্কুলের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভারেরা ছমিরদ্দিন পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন্নাহার। তিনি বলেন, স্থানীয় রুবেল মিয়া নামে এক লোক বিদ্যালয়ের এসে সন্ত্রাসী হামলা চালায়। এসময় শিক্ষকদের সাথে অসদআচরণ ও অশ্লীল ভাষায় গালাগালি করেন। এমনকি অনৈতিক সুবিধা না পেয়ে বিদ্যালয়ে ভর্তি হয়নি এমন কয়েকজন ছাত্রছাত্রী দিয়ে মিথ্যা অভিযোগ তুলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দিয়ে বিদ্যালয়ের সুনাম খুন্ন করছে। আমরা সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাই। এতে বক্তব্য দেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীসহ গণমাধ্যমকর্মীরা। এদিকে অভিযোগকারী রুবেল মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।