Thursday, June 8, 2023
Homeশেরপুরশ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শ্রীবরদী সংবাদদাতা : “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিয়ে, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্য্ ুপ্রতিরোধে সচেতনতার লক্ষে গত বৃহস্পতিবার ১৯ জানুয়ারি দুপুরে উপজেলার ঝগড়ার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝগড়ারচর বাজার বনিক সমবায় সমিতির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো, কামরুজ্জামান বিপিএম। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহেল মাহমুদ, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুল নাছের বাবুল, বকশিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, ঝগড়ারচর বাজার বনিক সমবায় সমিতির সভাপতি অরুণ কুমার মোদক। শ্রীবরদী থানার এসআই সাইফুল মালেক এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝগড়ারচর বাজার বনিক সমবায় সমিতির সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রতন। সমাবেশে শ্রীবরদী, ইসলামপুর ও বকশিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ্ব ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার দুই সহাস্রাধিক লোকের সমাগম ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments