শ্রীরবদী সংবাদদাতা:
শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন ইয়াবাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পৌর শহরের ফতেহপুর গ্রামের আব্দুর রউফের ছেলে আবু সালেহ (৩০) সহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত শনিবার শ্রীবরদী থানার ওসি মোখলেছুর রহমানের তত্ত্বাবধানে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই নুরুদ্দিন, আবুল মোকারম সঙ্গীয় পুলিশের অভিযানিক দল পৌর শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো পৌরশহরের শিকু মিয়া (৩৫), লিটন (৪০), আবু সালেহ (৩০), আকবর আলী (৩২), আমজাদ হোসেন (২৬) ও লিটন মিয়া (৩২)। শ্রীবরদী থানার ওসি মোখলেছুর রহমান গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় পৃথক ৩টি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।