শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া বাজারে সাবেক এমপি মরহুম এমএ বারীর ছেলে আওয়ামী লীগ নেতা মোহসীনুল বারী রুমি প্রায় তিনশ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় মোহসীনুল বারী রুমি বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমরা রাজনীতি করি। আমি আপনাদের পাশে আছি। সারাজীবন থাকবো। এখন প্রচন্ড শীত। তাই গরিব অসহায় মানুষের মাঝে আমি শীত বস্ত্র বিতরণ করছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আলম রিপন, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমূখ।