খাদেমুল ইসলাম : শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলার মাটিয়াকুড়া গ্রামে স্বাবলম্বী প্রতিবন্ধী বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলার নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। স্বাবলম্বী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাছুমা মমতাজ, দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারহানা জাহান, সহকারী শিক্ষক আশরাফুল আলম, সহকারী শিক্ষক লাইলা আক্তার, সহকারী শিক্ষক আলামিন, সহকারী শিক্ষক নুর হোসেন সহ অন্যান্য। শেষে বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
শ্রীবরদীতে স্বাবলম্বী প্রতিবন্ধী বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
![](https://ajkerjamalpur.com/wp-content/uploads/2024/12/Aj-5-1.jpg)