শ্রীবরদী সংবাদদাতা:
শেরপুরের শ্রীবরদীতে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত এক আসামীকে নালিতাবাড়ী থানার তার শ্বশুর বাড়ী থেকে শনিবার গভীর রাতে শ্রীবরদী থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত নিনান কান্তি (৪৫) শ্রীবরদী পৌরসভার সাবেক অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। তার বাড়ী উপজেলার রাণীশিমুল এলাকাতে। পুলিশ জানায়, দীর্ঘদিন আগে নিনান কান্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সাজা প্রদান করেন। সাজা ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর থেকেই তিনি ঢাকায় পলাতক থাকেন। শনিবার নালিতাবাড়ী এলাকায় তার শ্বশুর বাড়ীতে আসলে সে রাতেই শ্রীবরদী থানা ওসি বিপ্লব বিশ্বাসের নেতৃত্বে এ.এস.আই নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, নিনান কান্তি দীর্ঘদিন গ্রেফতারের ভয়ে ঢাকায় আত্মগোপনে ছিল। অবশেষে তাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। রবিবার তাকে শেরপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।