Tuesday, June 28, 2022
Homeখেলাধুলাশ্রীলঙ্কা সিরিজে নেই কোহলি-রোহিত

শ্রীলঙ্কা সিরিজে নেই কোহলি-রোহিত

আ.জা. স্পোর্টস:

জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট দল। সীমিত ওভারের এই সিরিজে আবার বড় তারকাদের রাখা হচ্ছে না। এমনটিই জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। বড় তারকাদের মধ্যে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা থাকছেন না এই সিরিজে। তারা তখন ইংল্যান্ডে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ব্যস্ত থাকবেন। গাঙ্গুলী বলেছেন, ‘জুলাইয়ে সাদা বলের সিরিজ খেলতে আমরা একটা পরিকল্পনা করেছি। শ্রীলঙ্কায় আমরা টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবো।’ যেহেতু একটি দল ইংল্যান্ডে টেস্ট খেলার জন্য থাকবে, তাহলে দল গঠন করা হবে কীভাবে? এমন প্রশ্নের জবাবে গাঙ্গুলী বলেছেন, ‘হ্যাঁ, পুরোপুরি সাদা বলের ক্রিকেটারদের নিয়েই দল গঠন করা হবে। দলটা হবে পুরোপুরি আলাদা।’ শ্রীলঙ্কা সফরে কমপক্ষে ৫টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে হতে পারে। ভারতের ইংল্যান্ড সফর শেষ হবে ১৪ সেপ্টেম্বর। যেহেতু আইপিএলের বাকি অংশের পরিকল্পনা এখনও বাকি। তাই শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার ও যুজবেন্দ্র চাহালদের ম্যাচের জন্য ফিট রাখতেই শ্রীলঙ্কায় এই সিরিজ খেলার পরিকল্পনা। বিসিসিআইয়ের এক মুখপাত্র পিটিআইকে বলেছেন, ‘বিসিসিআই সভাপতির চাওয়া হচ্ছে সিনিয়র খেলোয়াড়দের ম্যাচের জন্য প্রস্তুত রাখা। যেহেতু ইংল্যান্ডে আমাদের সাদা বলের কোনও সিরিজ হবে না, তাই জুলাই মাসটাকেই ব্যবহার করতে চাইছেন তিনি।’ অভিজ্ঞ অনেকে না থাকায় পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে এই সিরিজে। লেগ স্পিনার হিসেবে চাহাল, রাহুল চাহার অথবা তেওয়াতিয়াকে বাজিয়ে দেখা হতে পারে। বামহাতি হিসেবে পরীক্ষা হতে পারে চেতন সাকারিয়ারও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments