Sunday, September 24, 2023
Homeজাতীয়সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শামীম ওসমান

সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শামীম ওসমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যরা। রবিবার (৯ এপ্রিল) দুপুরে শামীম ওসমানের ছেলে  ইমতিনান ওসমান অয়ন তার ফেসবুক আইডি থেকে এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন। ইতোমধ্যে সেই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অয়ন তার পোস্টে লিখেছেন, ‘জীবনের অনেক বড় একটা স্বপ্ন বাস্তবায়িত হলো। পবিত্র রমজান মাসে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ফুফুর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সৌভাগ্য হলো।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দুটি ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে। ছবিতে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তার স্ত্রী লিপি ওসমান, ছেলে ইমতিনান ওসমান অয়ন, মেয়ে লাবিবা জ্জোহা ওসমান, পুত্রবধূ ইরফানা আহমদ রাস্মী এবং নাতি আরজিয়ান ওসমানকে দেখা গেছে।

এ বিষয়ে শামীম ওসমানের ব্যক্তিগত সচিব হাফিজুল রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিস কক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা।’ পারিবারিক বিষয়ে তিনি সাক্ষাৎ করেছেন বলে তিনি জানিয়েছেন। তবে কী বিষয়ে তা জানা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments