একটি গোলাপ ফুটেছে, রঙ লাল
পাশেরটা হলুদ বর্ণিল
হৃদয়ের গভীরে পিং
তোমার মুখ হাসে ঠোঁট হাসে
সুনীল আকাশ শূভ্র মেঘ
ভালো লাগা অনুভব হাত বাড়াও
বয়ে চলে নদী, ধীরে
তোমার অনুরাগ ফিরে আসে
হৃদয়ের ব্যাকুলতা কাশফুল
শ্বেত রঙের পোশাকে
লাল সবুজ যৌবনের ছাপ, কোমল
মিষ্টি হাসিতে তুমি শুধুই একা
সব বাঁধন কেটে যায়, ভালোবাসা।