Saturday, April 1, 2023
Homeখেলাধুলাসব ম্যাচ খেলার চেষ্টা করবো : সাকিব

সব ম্যাচ খেলার চেষ্টা করবো : সাকিব

সাকিব আল হাসান এবার ঢাকা প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। যদিও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে শুরু থেকেই।ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে ১৫ মার্চ। সুপার লিগের খেলাগুলো হবে ঈদের পর।

১৮ মার্চ থেকে বাংলাদেশ দল ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। সে সিরিজ শেষ হতে না হতেই ইংল্যান্ড সফরে যাবে ওয়ানডে দল। সেখানে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সাকিবের খেলার কথা কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে তাই সাকিবের খেলায় অনিশ্চয়তা অনেক। শনিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে মোহামেডানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেটাররা। এরপর সাকিবের কাছে জানতে চাওয়া হয় তার খেলা নিয়ে। তিনি বলেন, ‘চেষ্টা থাকবে সবগুলো ম্যাচ খেলার। মাহবুব ভাই যেটা বললেন, জাতীয় দলের কমিটমেন্ট আছে, আইপিএল আছে। এর মাঝখানে চেষ্টা করবো যথাসম্ভব দলের সঙ্গে থাকার ও ম্যাচগুলো খেলার। ’

গত দুই মৌসুম ধরে ভালো দল গড়েও সাফল্য পায়নি মোহামেডান। মূলত জাতীয় দলের তারকারা ব্যস্ততার জন্য খেলতে পারেননি, দলটিও ভালো খেলতে পারেনি। সাকিব বলছেন, এবার দল হিসেবে ভালো খেলতে চান তারা।

তিনি বলেছেন, ‘মোহামেডান সুপার লিগে না যাওয়ার বড় কারণ হচ্ছে আমরা অনেকগুলো খেলোয়াড় ছিলাম যারা খেলতে পারিনি, সার্ভিস দিতে পারিনি। স্বাভাবিকভাবে জাতীয় দলের কমিটমেন্টের কারণে দিতে পারিনি। আশা করি এবার আমরা দল হিসেবে খেলতে পারবো এবং ওরকম ফল আনতে পারবো যেটা মোহামেডান অনেকদিন ধরেই চাচ্ছে। ’

‘একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একসঙ্গে দল হিসেবে খেলতে পারা। এক ম্যাচ খেলতে পারলাম, আরেকটা খেলতে পারলাম না এটা খুব একটা ভালো দিক না। তারপরও সময় স্বল্পতার কারণে এটা আপনি এড়িয়ে যেতে পারবেন না। যেহেতু সবাই পেশাদার ক্রিকেটার, যার যার জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করবো, আমরা সফল হবো। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments