Tuesday, March 21, 2023
Homeরাজনীতিসভাপতি পদে বিকল্প নেই, সাধারণ সম্পাদকে কাদেরই এগিয়ে

সভাপতি পদে বিকল্প নেই, সাধারণ সম্পাদকে কাদেরই এগিয়ে

শুরু হয়েছে উপমহাদেশের ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। দলটির জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে হাজারো নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন। এখনও দলে দলে নেতাকর্মীরা সম্মেলনস্থলে প্রবেশ করছেন। অন্যদিকে সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা দলের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদককে হবেন তা নিয়ে নানা আলোচনা করছেন।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলটির সভাপতি শেখ হাসিনাই হচ্ছেন— এটা নিশ্চিত। তবে সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়ে নানা আলোচনা থাকলেও নেতাকর্মীরা বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেই এ পদে এগিয়ে রাখছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে জাতীয় সম্মেলনে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব কথা জানা যায়।

তারা জানান, আওয়ামী লীগের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প দেখছেন না। শেখ হাসিনাকেই তারা আগামীতে সভাপতি হিসেবে চান। শেখ হাসিনার নেতৃত্বে তারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চান। আসন্ন জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন নেতাকর্মীরা।

তারা আরও বলছেন, বর্তমানে আওয়ামী লীগ ও দেশ পরিচালনা করার যোগ্য একমাত্র ব্যক্তি শেখ হাসিনা। তার বিকল্প শুধু আওয়ামী লীগে কেন, দেশ পরিচালনার ক্ষেত্রেও নেই।

এ বিষয়ে নিউমার্কেট থানার ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আব্দুল গাফফার রনি ঢাকা পোস্টকে বলেন, শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে নেই। তিনি বর্তমানে দেশের মানুষের যেমন আস্থার প্রতীক তেমনি আমাদেরও আস্থা ও ভালোবাসার জায়গা। তিনিই আমাদের একমাত্র অভিভাবক। প্রধানমন্ত্রীর হাতেই দেশ নিরাপদ। উনার নেতৃত্বে আমরা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করব এবং জয়যুক্ত হয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে চলমান রাখব।

এদিকে দলের নতুন সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম মুখে শোনা যাচ্ছে। তবে নেতাকর্মীরা মনে করছেন, এবারের সম্মেলনে নতুন কোনো চমক আসবে না। শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরই দলটির সাধারণ সম্পাদক হবেন।

এ বিষয়ে জামালপুর থানা আওয়ামী লীগের সদস্য তোফাজ্জেল হোসেন তপু ঢাক পোস্টকে বলেন, সভাপতি প্রিয় নেত্রী ও আমাদের অভিভাবক শেখ হাসিনাই হচ্ছেন। তবে সাধারণ সম্পাদক নিয়ে নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরই হবেন বলে শুনছি।

এ বিষয়ে রাজধানীর মিরপুর ১২নং ওয়ার্ডের ৪নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাদের শেখ ঢাকা পোস্টকে বলেন, নেতাকর্মীদের মনোভাব ও আলোচনা শুনে মনে হচ্ছে বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগের পদেই থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments