Friday, September 29, 2023
Homeদেশজুড়েজেলার খবরসম্মানী-বোনাসের টাকায় পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ সেলামি দিলেন মেয়র

সম্মানী-বোনাসের টাকায় পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ সেলামি দিলেন মেয়র

নিজের চলতি মাসের সম্মানী ও ঈদ বোনাসের টাকা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ সেলামি হিসেবে দিয়ে দিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন। প্রথমবারের মতো মেয়রের কাছ থেকে ঈদ সেলামি পেয়ে আনন্দে আত্মহারা ১২৪ জন পরিচ্ছন্নতা কর্মী। মেয়রের এমন মহানুভবতায় তাদের ঈদ আনন্দ বেড়ে গেছে। 

বুধবার (১২ এপ্রিল) দুপুরে পৌর সম্মেলন কক্ষে নিজের সম্মানী ও বোনাসের সম্পন্ন টাকা ১২৪ পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পাঁচ হাজার টাকা করে ঈদ সেলামি হিসেবে বিতরণ করেন মেয়র শেখ রকিব হোসেন। মেয়রের কাছ থেকে ঈদ সেলামি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় পরিচ্ছন্নতা কর্মীরা। 

এসময় একাধিক পরিচ্ছন্নতা কর্মী বলেন, দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছি। আজ পর্যন্ত কোনো মেয়র তার নিজের পক্ষ থেকে আমাদের ঈদ সেলামি দেয় নাই। সামান্য বেতনে হাড়ভাঙা পরিশ্রম করি। তাতে যে সামান্য বেতন ও বোনাস পাই তা দিয়ে পুরোপুরি ঈদ আনন্দ উপভোগ করা সম্ভব হয় না। এবারই প্রথম মেয়র আমাদের ঈদ করার জন্য তার বেতন ও বোনাসের টাকা আমাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে আমরা ঈদের আনন্দ ভালোভাবে উপভোগ করতে পারব। বাবা, মা, স্ত্রী, ছেলে-মেয়েদের নতুন জামা-কাপড়ও কিনে দিতে পারব। মেয়রের কাছ থেকে ঈদ সেলামি পেয়ে আমরা খুবই আনন্দিত। 

পৌর মেয়র শেখ রকিব হোসেন বলেন, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। আর আমি মারা গেলে কোনো অর্থ সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারব না। আমার স্ত্রী, সন্তানও নেই যে তারা খাবে। তাই আমি আমার বেতন বোনাস ও সম্মানীর গচ্ছিত টাকা থেকে ১২৪ পরিচ্ছন্ন কর্মীকে ঈদ করার জন্য ৫ হাজার টাকা করে সেলামি প্রদান করেছি। এ দিয়ে তারা ঈদ আনন্দ উপভোগ করতে পারবে। আর এতেই আমার আনন্দ। সামনে ঈদুল আজহা এলেও দেওয়ার চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments