সময় টিভির বার্তাপ্রধান মুজতবা দানিশকে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলায় পুলিশি হয়রানির প্রতিবাদে জামালপুরে ‘প্রতিবাদ সভা’ করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের শহীদ হারুন সড়কে সময় টেলিভিশনের জামালপুর অফিসে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক নূরুল হক জঙ্গী।
সভায় দেশের সবচেয়ে জনপ্রিয় ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ের করা মিথ্যা মামলায় পুলিশি হয়রানির তীব্র নিন্দা জানানো হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি সুশান্ত কানু, বিটিভি প্রতিনিধি মোস্তফা বাবুল, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি আজিজুর রহমান ডল,বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি মোখলেছুর রহমান লিখন, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল আজিজ, নয়াদিগন্তের মেজবাহ উদ্দিন শাকিল, ইনডিপেডেন্ট টেলিভিশন ও ভোরের কাগজ প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন, সময়ের আলো প্রতিনিধি মোস্তাফিজুর রহমান কাজল, দেশ রূপান্তর প্রতিনিধি ময়না আকন্দ, ডেইলি বাংলাদেশ প্রতিনিধি দেলোয়ার হোসেন, আমাদের নতুন সময় প্রতিনিধি খাদেমুল বাবুল, ঢাকা টাইমস প্রতিনিধি ইমরান আহমেদ।
বক্তারা বলেন, সরকার ডিজিটাল আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না এমন কথা বারবার বলেও তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। বরং সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশকে এ মামলা দিয়ে পুলিশি হয়রানি করছে। এটা সংবাদমাধ্যম কর্মীদের আইনটির অপপ্রয়োগ। যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানানো হয়েছে।
বক্তারা বলেন, সরকারের উচিত দুর্নীতির হোতা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিচার দাবি করেন।
সভায় রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শহরের দয়াময়ী চত্বরে মুজতবা দানিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।