সরকার বিরোধী কোন পোষ্টার প্রচারপত্র ছাপালে প্রেস মালিক সমিতি কোন দায়িত্ব নিবেনা–এম.এ জলিল সভাপতি জেলা মুদ্রন মালিক সমিতির জামালপুর

স্টাফ রিপোর্টার : জামালপুর জেলা মুদ্রন শিল্প মালিক সমিতির সভাপতি এম. এ জলিল বলেছেন দেশের শান্তি শৃংখলা বজায় রাখতে সরকার বিরোধী কোন পোষ্টার প্রচারপত্র যাবে না।
তিনি গত শুক্রবার জামালপুর জেলা মুদ্রন শিল্প মালিক সমিতির এক আলোচনা সভায় সভাপতির ভাষনদানকালে তিনি এ কথা বলেন।
মুদ্রন শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহিন ডিজিটাল প্রেসের স্বত্বাধিকারী এম.এন রাহিন এর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুদ্রন মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান কাজল (আধুনিক প্রেস), সহ-সভাপতি মোঃ ওবায়দুল্লাহ লুলু (কাশফুল অফসেট প্রেস), প্রদীপ দাস (পপুলার প্রিন্টিং প্রেস), মোঃ সুজন মিয়া (ছামাল) (তুলি ডিজিটাল সাইন), মোঃ মমিনুর রহমান (—দিগপাইত), মোঃ মনিরুজ্জামন নয়ন (নয়ন প্রিন্টার্স), মোঃ হামিদুর রাহমান (মা প্রেস), সীমান্ত কুমার রিপন (সীমান্ত প্রিন্টিং প্রেস), হারুন আল রশিদ (অত্যাধুনি অফসেট প্রিন্টিং প্রেস), মোঃ পিতল (পারুল প্রেস), আনোয়ার হোসেন (ইকবাল প্রেস), মোঃ উজ্জল (বগুরা প্রেস), নাহিদ (রঙ ডিজিটাল সাইন), মোঃ শাকিল (মোজাদ্দেদীয়া প্রেস), বাদল মিয়া (বাদল ডিজিটাল সাইন), মোঃ মাসুদ রানা (মাসুদ আর্ট প্রেস ডিজিটাল), মঞ্জুরুল হক (আদর্শ প্রেস), জিয়াউল হক জিয়া (মুর্শিদ প্রেস), মোঃ আন্নু মিয়া (কাব্যকথা ডিজিটাল প্রেস)।