সরিষাবাড়ী সংবাদদাতা : নরমালের চেয়ে এড-নরমাল ছেলেমেয়েরা অনেক ভালো। কারণ বর্তমানে সমাজে কিছু কিছু নরমাল ছেলেমেয়েরা পড়াশুনা বাদ দিয়ে মোবাইলে আসক্ত হয়ে নানা রকম কু-র্কম করছে। চুরি ডাকাতী করে সমাজকে তছনছ করে দিচ্ছে। শুধূ তাই নয়-মদ, গাঁজা, ভাং, হিরোইন খেয়ে এড-নরমাল হয়ে সমাজকে কলোষিত করছে, নিজেরাও ধ্বংস হচ্ছে সেই সাথে জাতীকেও দিনে দিনে ধ্বংসর দিকে নিয়ে যাচ্ছে। আর এইসব এড-নরমাল ছেলেমেয়েরা এখন লেখাপড়া করার জন্য ওঠে পড়ে লেগেছে। পিতামাতারও মাখায় থেকে যেন একটি ভার বোঝা ধীরে ধীরে নেমে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের হলরুমে, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়, সুইড বাংলাদেশ সরিষাবাড়ি শাখার আয়েজনে “১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস” উৎযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ্দাম হোসেন এই কথাগুলি বলেন। আঃ মান্নান মানুর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায়-অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক আবুল হোসেন সরকার। সরিষাবাড়ি উপজেলা শাখার দূর্নীতি দমন কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক বাহাদুর আলী, সুইডের আজীবন সদস্য সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সুইড বাংলাদেশ সরিষাবাড়ি শাখার সহ-সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মন্টু লাল তেওয়ারী, ওয়াজেদ আলী, অভিভাবক জান্নাতারা বেগম প্রমুখ। অনুষ্ঠান শুরুর পূর্বে শিক্ষার্থীরা একটি বর্ণাঢ়্য র্যালী বের করে। পরে বুদ্ধি প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা “আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদেও ফুলপরী” দেশাত্ববোধক গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্খীরা অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইফতারের বিরানী প্যাকেট বিতরন করে।
Related Posts
জামালপুর-২ ইসলামপুর আসনের নৌকার প্রার্থীর জনসভায় লোকে লোকারণ্য
- AJ Desk
- January 5, 2024
ইসলামপুর সংবাদদাতা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত […]
দেওয়ানগঞ্জে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার ও পাট বীজ বিতরণ
- AJ Desk
- March 30, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ৩ হাজার পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার ও পাট বীজ […]
বশেফমুবিপ্রবি’তে বাজেট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- AJ Desk
- May 9, 2024
নিজস্ব সংবাদদাতা : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুরে (বশেফমুবিপ্রবি) বাজেট বিষয়ক […]