Friday, July 26, 2024
Homeজামালপুরসরিষাবাড়ীতে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী

সরিষাবাড়ীতে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে ৫২তম জাতীয় শীতকালিন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারী রবিবার সরিষাবাড়ী শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিট হতে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগীতা এবং ৪টায় পুরষ্কার বিতরণি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক এর দিক নির্দেশনা ও মাধ্যিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ। দড়ি নাচ,দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ,গোলক নিক্ষেপ ৫০০ মিটার দৌড় ভলিবল,ক্রিকেটসহ মোট ৩৯টি ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। তালিকভুক্ত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা এতে অংশ গ্রহণ করে বিজয়ী খেলোয়াড়বৃন্দ যোগ্যতা অনুসারে পুরষ্কার লোফে নেয়। বিকেলে উপজেলা বিআরডিবি চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন ও মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার রহুল আমিন বেগ এর দ্বৈত সঞ্চালনায় পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নবাগত এমপি শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুর রশীদ। এ সময় পৌর মেয়র মনির উদ্দিন আ্যাডঃ শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল গণি পৌর আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান,উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী, ১ম শ্রেণি ঠিকাদার সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান এবং বিশেষ অতিথি উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তারকে পুরষ্কার বিতরণি কালে মঞ্চে দেখা যায়নি।

Most Popular

Recent Comments