Saturday, July 27, 2024
Homeজামালপুরসরিষাবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন

সরিষাবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন

সরিষাবাড়ী সংবাদদাতা : জামালপুরে সরিষাবাড়ীতে আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত শরিবার দুপুরে পৌরসভার বলার দিয়ার স্কুল মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জামালপুর খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ প্রমুখ।
উল্লেখ্য, পৌরসভার বলারদিয়ার এলাকায় ৭৫ জন কৃষকের মাধ্যমে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন কর্মসূচি চালু করা হয়।

Most Popular

Recent Comments