Friday, September 29, 2023
Homeজামালপুরসরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে ঈদ উপলক্ষে শত বছরের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বিকালে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী কালিকাপুর মৌলবি বাজার এলাকায় আকর্ষণীয় এই প্রতিযোগিতার আয়োজন করে গ্রামবাসী।

প্রতিযোগিতায় সরিষাবাড়ী উপজেলাসহ আশেপাশের এলাকা থেকে নানা আকারের ও বাহারি রঙের অর্ধ শতাধিক গরু নিয়ে আসেন সৌখিন প্রতিযোগীতারা। গরু দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় করে হাজারও নারী-পুরুষ।

প্রতিযোগিতায় প্রথম হয় ডোয়াইল ইউনিয়নের সুরুজ আলীর গরু। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি তেজগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতা উপলক্ষে সেখানে বসেছিল দিনব্যাপী গ্রামীণ ঈদ মেলা।  হিন্দু, মুসলিম সববয়সী নারী-পুরুষের মিলনমেলায় রূপ নেয় এ প্রতিযোগিতা।

আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনে সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল, সহ-সভাপতি আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু, ঢাকাস্থ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন সবুজ প্রমুখ।

গ্রাম-বাংলার এই ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন শত বছর ধরে অব্যাহত থাকুক এমনটিই প্রত্যাশা সবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments