নিজস্ব প্রতিনিধি: সরিষাবাড়ীতে ঢাকাস্থ জামালপুর সমিতির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সহস্রাধিক হতদরিদ্র শীতার্তদের মধ্যে এসব বিতরণ করা হয়।
ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জামালপুর সমিতির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ সোহেল, বিআরডিবি চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, আরডিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রজব আলী, কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর, কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন মিয়া, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব হাসান লেমন প্রমুখ।
ঢাকাস্থ জামালপুর সমিতির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ সোহেল জানান, জামালপুর জেলায় ১০ হাজার হতদরিদ্র শীতার্তকে নিজেদের অর্থায়নে কম্বল দেওয়া হবে। এর অংশ হিসেবে প্রথমদিনে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়।