Wednesday, September 27, 2023
Homeজামালপুরসরিষাবাড়ীতে টিএমএসএস শাখা উদ্বোধন

সরিষাবাড়ীতে টিএমএসএস শাখা উদ্বোধন

জামালপুরের সরিষাবাড়ীতে এনজিও টিএমএসএস এর নতুন শাখা ও ঋণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি দুপুরে পৌরসভার কামরাবাদ তেলে পাম্প সংলগ্ন এলাকায় টিএমএসএস এর এই শাখা কার্যালয় উদ্বোধন করা হয়। এসময় আনুষ্ঠানিকভাবে প্রথম ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেন।

ময়মনসিংহ টিএমএসএস অপারেশন-১২ পরিচালক আহসান হাবিব মোহনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন।

এসময় অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, সরিষাবাড়ী থানার এসআই আব্দুল খালেক, জামালপুর টিএমএসএস জোনাল ম্যানেজার আব্দুল বাছেদ, শেরপুর এরিয়া ম্যানেজার আব্দুল ওয়াদুত, সরিষাবাড়ী শাখার ম্যানেজার এরশাদ আলী প্রমুখ।

উল্লেখ উদ্বোধন শেষে ৪ জন সদস্যের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments