Sunday, September 24, 2023
Homeজামালপুরসরিষাবাড়ীতে নবাগত ইউএনও’র সাথে আওয়ামী লীগের মতবিনিময়

সরিষাবাড়ীতে নবাগত ইউএনও’র সাথে আওয়ামী লীগের মতবিনিময়

জামালপুরের সরিষাবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সাথে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল বিকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহজাদা, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম জহুরা লতিফ, তারাকান্দি যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও তাকওয়া পরিবহনের চেয়ারম্যান মঈনুল হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বলেন, বাংলাদেশ আওয়ামী রাষ্ট্রীয় ক্ষমতায়। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। উন্নয়নমূলক কাজ তরান্বিত ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে উপজেলা আওয়ামী লীগ সব সময় উপজেলা পরিষদকে সহায়তা দিয়ে যাবে বলে তিনি তার বক্তব্যে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments