Sunday, September 24, 2023
Homeজামালপুরসরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ী সংবাদদাতা : সারাদেশে ভয়াবহ বিদ্যুতের লোড শেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম) এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিএনপি।
শনিবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে বিএনপি’র কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আজিম উদ্দিন সভাপতিত্ব করেন। সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম)। অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন, বিএনপি নেতা আবদুল আওয়াল, আশরাফ উদ্দিন ফকির, ইসলাম শ্যামল, জাহাঙ্গীর কবির, চান মিয়া, দুলাল মিয়া, সেলিম মিয়া, সুরুজ্জামান, মামুনুর রশিদ মামুন ফকির, সফিকুল ইসলামসহ ইউনিয়ন, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments