সরিষাবাড়ী সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণকারী মোশারফ হোসেন মুন্নাা (২০) এর সহযোগী ফারুক হোসেন (২০) কে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। গত ২৬ জানুয়ারী দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশের একটি দল। সরিষাবাড়ী থানার মামলা নং-১৮। তারিখ ২৬ জানুয়ারী-২০২৩ইং। ধারা ৭/৩০- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধিত আইন ২০২০ইং।
বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পোগল দিঘা গ্রামের বাদী আব্দুস সালামের স্কুল পড়ূয়া মেয়েকে পার্শ্ববতী দামোদরপুর গ্রামের সুরুজ্জামানের ছেলে মোশারফ হোসেন মুন্না প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে উতক্ত করতো। অপহৃত শিক্ষার্থী গত ২৩ জানুয়ারী বিকেল ৪টার সময় ভেঙ্গুলা তার নানী বাড়ী বেড়াতে যাওয়ার পথিমধ্যে অভিযুক্ত মোশারফ হোসেন মুন্না ও তার সহযোগী ফারুক মিয়া (২০), সুরুজ্জামান (৫০), হালিমা বেগম (৪০) সহ অজ্ঞাত ৩/৪ জন ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ২৬ জানুয়ারী দুপুরে অপহরণের ঘটনায় ২নং অভিযুক্তকে দুপুরে গ্রেফতার করে জামালপুর জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানা জায়। এ বিষয়ে সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহব্বত কবীর বলেন বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ২নং আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।