নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা মেয়র পদে নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে এর মধ্যে নৌকা প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন ২৭৪৯৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন পেয়েছেন ৩৪৭১ ভোট, এবং বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ফজলুল হক খান (নারিকেল গাছ) পেয়েছেন ১৩৯ ভোট। এই পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১৭টি ভোট কেন্দ্রে ১১৭ টি ভোট কক্ষে মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৮৭৯জন । এর মধ্যে পুরুষ ভোটার ২১ হাজার ৩৯ জন আর মহিলা ভোটার ২১ হাজার ৮৩০ জন।
এর আগে সকালে কুয়াশা ও শীতের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়তে থাকে। তীব্র শীত আর বাতাস উপেক্ষা করে মহিলা ভোটকেন্দ্রের উপস্থিতি বেশি।
শনিবার রাত সাড়ে ৯ টায় সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে থেকে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রির্টানিং কর্মকর্তা গোলাম মোস্তফা বেসরকারী ভাবে বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন।