নিজস্ব সংবাদদাতা:
দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে বকশিগঞ্জ সাংবাদিক পরিষদ মানববন্ধন করেছে।
গতকাল ১৯ মে বকশিগঞ্জ পৌরশহরের মালিবাগ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রেখেছেন বকশিগঞ্জ সাংবাদিক পরিষদের সভাপতি ও দৈনিক জাহান পত্রিকার নিজস্ব প্রতিনিধি আশরাফুল হায়দার, আনন্দ টিভিদর জামালপুর উত্তরাঞ্চলীয় প্রতিনিধি মোঃ ইয়ামিন মিয়া, সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এইচ.এম মূসা আলী। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের জামালপুর পত্রিকার বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, দৈনিক জনবাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালন, দৈনিক সবুজ নিশান পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহাবুর রহমান ময়ূর, দৈনিক রুদ্র বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক চৌকস পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহানাজ পারভীন প্রমূখ।
বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি করেন। এছাড়াও সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।