Saturday, April 1, 2023
Homeখেলাধুলাসাকিবের নির্ভার থাকার মন্ত্রে ব্যাট করেছেন রনি

সাকিবের নির্ভার থাকার মন্ত্রে ব্যাট করেছেন রনি

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২০১৫ সালে অভিষেক হয়েছিল রনি তালুকদারের। এরপর জাতীয় দলের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে রনির সময় লাগল ৭ বছর ২৪১ দিন। এর মধ্যে নিজের ফর্মহীনতা কিংবা দলীয় কম্বিনেশন সবকিছু মিলিয়ে আর ফেরা হচ্ছিল না। 

অবশ্য সব ঝড়-ঝঞ্ঝা পেছনে ফেলে পারফর‌ম্যান্সের মাধ্যমেই রনি আবারও জাতীয় দলে ফিরেছেন। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ছিলেন একাদশে। ম্যাচে ব্যাট হাতে খুব বেশি রান করতে না পারলেও দলের জয়ে অবদান রেখেছেন তিনি। ওপেনিংয়ে নেমে ১৪ বল খেলে করেন ২১ রান। সেই মোমেন্টাম ধরেই পরবর্তী ব্যাটাররাও নির্ভার হয়ে টার্গেট তাড়া করেছেন। এরপরই ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের বহুল কাঙ্ক্ষিত প্রথম জয় এল।

ম্যাচ জয়ের পর টি-স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় রনি বলছিলেন, ‘(জাতীয় দলে খেলা) তো একটা স্বপ্ন। প্রতিটা খেলোয়াড়েরই সেই স্বপ্ন থাকে। ২০১৫ সালে অভিষেকের পর খেলা অব্যাহত রাখতে পারিনি। এরপর ফর্মটাও ভালো ছিল না। শেষ বিপিএলটা ভালো হওয়ায় দল আমাকে সুযোগ দিল। এরপর থেকেই সবাই আমাকে সমর্থন দিচ্ছে। সাকিব ভাই থেকে কোচিং স্টাফ সবাই। এর প্রতিদান দেওয়ার চেষ্টা করছি।’

টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের দেওয়া নির্ভার থাকার মন্ত্রে ব্যাট করেছেন রনি, ‘সতীর্থদের সবাই আমাকে অনেক সমর্থন দিয়েছে। অনুশীলন থেকেই তাদের সমর্থন পাচ্ছি। যা ম্যাচেও আমার খেলায় সহায়তা করেছে। নির্ভার থাকার চেষ্টা করেছি। কারণ সাকিব ভাই বলেছিলেন, “নির্ভার থাকলে ভালো কিছুই হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments