নিজস্ব সংবাদদাতা : প্রতিবছর প্রচন্ড শীতে সবচেয়ে বেশি দুর্দশায় পড়েন অসহায় ও হতদরিদ্র মানুষজন।দারিদ্রসীমার নিচে থাকা মানুষদের পোহাতে হয় বাড়তি ভোগান্তি। সেই কথা ভেবে শীতার্তদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ৪ হাজার ৫ শত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। গতকাল বুধবার ১৭ জানুয়ারি দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ,সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি,যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা,পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন,কাউন্সিলর বিজু আহমেদ,কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন,কাউন্সিলর রাজীব সিংহ সাহা প্রমুখ। জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, একটি শীতবস্ত্র হলো একজন অসহায় শীতার্ত মানুষের অস্ত্র। তাই মানবিক দিকগুলো বিবেচনা করে যেখানে শীতকালে তীব্র শীতে স্থবির হয়ে যায় সবকিছু। সেখানে অন্তত শীতকালের মানবিক সাহায্য হিসেবে একটি মোটা কম্বল অসহায় মানুষগুলোর গায়ে জড়িয়ে দেয়ার মতো প্রশান্তি আর নেই।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মানুষের বিপদে-আপদে সব সময় পাশে আছে। শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পুরো শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে থাকার প্রতিশ্র“তি দিয়ে তিনি আরও বলেন, আমার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীত মৌসুম জুড়ে অব্যাহত থাকবে। আমি পৌরসভার মেয়র হিসেবে পৌর এলাকার প্রত্যেকটি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবো।
Related Posts
জামালপুরে নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত
- AJ Desk
- June 4, 2024
নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি সচিব, […]
দেওয়ানগঞ্জে বেইস এর উদ্যোগে সেলাই মেশিন ও অর্থ সহায়তা প্রদান
- AJ Desk
- October 29, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে বেইস এর উদ্যোগে সেলাই মেশিন ও অর্থ সহায়তা প্রদান করা […]
জামালপুর শহরের তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- AJ Desk
- February 24, 2024
নিজস্ব সংবাদদাতা : ‘হার জিত বড় কথা নয়, খেলায় অংশ গ্রহন করাটাই বড় কথা’’ এই […]