Thursday, June 30, 2022
Homeবিনোদনসাত পাকে বাঁধা পড়ছেন শ্রদ্ধা কাপুর?

সাত পাকে বাঁধা পড়ছেন শ্রদ্ধা কাপুর?

আ. জা. বিনোদন:

বরুণ ধাওয়ানের পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। রোহন ও শ্রদ্ধা প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও তাদের বিয়ের গুঞ্জন চলছে বলিউডে। এই বিয়েতে দুজনের পরিবারেরই সম্মতি আছে বলে জানা যাচ্ছে। চলতি মাসের শুরুতেই পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে সপরিবারে মালদ্বীপ গিয়েছিলেন শ্রদ্ধা। সেখানে নায়িকার পাশাপাশি দেখা মেলে রোহনেরও। বিয়েতে গোলাপি পাগড়ি পরে ট্র্যিডিশনাল ছাতার নিচে দারুণ নেচে তাক লাগিয়ে দিয়েছেন শ্রদ্ধা। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের যে ছবিগুলো দেখা যাচ্ছে তাতে বিষয়টা আর শুধু প্রেমের মধ্যেই আটকে নেই। বলিউডের খ্যাতনামা ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গেই খুব শিগগির সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শ্রদ্ধা কাপুর। গত শনিবার রাতে রোহনের জন্মদিনের পার্টিতে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন চর্চিত এই জুটি। শ্রদ্ধার বিয়ের কথা প্রথমে উসকে দিয়েছিলেন নায়িকার বন্ধু বরুণ ধাওয়ান। রোহন যখন বরুণকে বিয়ের শুভেচ্ছা জানান, তখন অভিনেতা বরুণ পাল্টা লিখেছিলেন- ‘আমি আশা করছি তুমিও তৈরি রয়েছ বিয়ের জন্য’। রোহনের বাবা রাকেশ শ্রেষ্ঠা, আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শ্রদ্ধা ও রোহন দুজনই যদি বিয়ে করতে রাজি থাকে তিনি খুশি হয়ে সব কিছু করবেন। তারা কলেজজীবন থেকে বন্ধু। দুজনই তাদের কর্মজীবনে ভালো কাজ করছে, তাই দুজনের একসঙ্গে থাকার যেকোনো সিদ্ধান্ত বুদ্ধিমানের হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments