Thursday, June 30, 2022
Homeবিনোদনসাদাকালো ফরমেটে তৈরি ‘জয় হোক’

সাদাকালো ফরমেটে তৈরি ‘জয় হোক’

আ. জা. বিনোদন:

এই রঙিনকালে সাদাকালো-ও যে অসম্ভব সুন্দর কিংবা বৈচিত্র্যময় হতে পারে- সেটি দেখা গেল আজমেরী হক বাঁধনের নতুন কাজে। প্রকাশ হলো ২৫ মার্চ কালরাত্রির কয়েক ঘণ্টা আগে মিউজিক্যাল ফিল্ম ‘জয় হোক’। যে কাজটির মাধ্যমে ‘হাসিনা: আ ডটারস টেল’-খ্যাত নির্মাতা পিপলু আর খান ছড়ানোর চেষ্টা করেছেন কালো থেকে আলো আর সাদা থেকে সুন্দরের আভা। তাইতো সাদাকালো ফরমেটে তৈরি ‘জয় হোক’ কাজটি দর্শকদের চোখে সুন্দরের বার্তা নিয়ে হাজির হলো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘জয় হোক’ গানটি অর্ণবের সংগীতে নতুনকরে কণ্ঠে তুলেছেন সুস্মিতা আনিস। আর সেই গান ধরে বড় ক্যানভাসের খোঁজে বান্দরবানের রিমাক্রির মতো দুর্গম অঞ্চলে চলে গেলো পুরো টিম। তৈরি হলো মিউজিক্যাল ফিল্ম। স্বাধীনতা দিবসকে ঘিরে বিশেষ এই কাজটির মাধ্যমে তুলে ধরা হলো একজন নারীর মুক্তির প্রতিচ্ছবি। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এখানে তাকে যে ধরনের লোকেশন ও গেটআপে দেখানো হলো, সেটা একেবারেই ইউনিক ও নতুন বলে মনে করেন এই শিল্পী। এতে মহসিনা আক্তারের কসটিউম ডিজাইনে বান্দরবানের নৈসর্গিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অন্য এক বাঁধনকে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা পিপলু আর খান। শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে বাঁধনবলেন, ‘আমি সাঁতার জানি না। অথচ সেই আমাকে পিপলু ভাই অর্ডার করলেন সাঙ্গুর বুকের ওপর ভেসে থাকতে! আর আমিও পৃথিবীর সব মায়া ভুলে সেটি পালন করার জন্য নেমে গেলাম নদীতে। আমার কাছে তখন মৃত্যুর চেয়ে বড় আগ্রহ ছিল ওই কাজটি নিয়ে।’ আরও বলেন, ‘আমরা স্বাধীন দেশে বাস করি। কিন্তু নিজেদের (নারী) স্বাধীনতা বা অধিকার নাই। নিজেদের শরীর-মন, কোথাও স্বাধীনতা নাই। আমাদের চলতে হয় অন্যের ইচ্ছে আর লোকে কী বলবে, এই অনুতাপ নিয়ে। আমাদের সমাজে নারীরা এখনও যেভাবে বঞ্চিত হচ্ছে, সেটাই পোট্রে করার চেষ্টা করেছি এই কাজটির মাধ্যমে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments