নিজস্ব প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামায়তের আগুন সন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার পরিবেশ সৃষ্টির প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আছর দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে পুলিশ তদন্ত কেন্দ্র, কৃষ্ণচূড়া মোড়, বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মোড় সহ সানন্দবাড়ী বাজারের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংকের নিচে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় জড়ো হতে থাকে। মিছিল শেষে চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানানবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জনাব রেজাউল করিম লাভলুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব জিয়াউল ইসলাম জিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব ইউনুস আলী মোল্লা সহ অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু বলেন, জনগণের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগে রাজনীতি করে। তিনি আরও বলেন, কথাকথিত বিএনপির সমাবেশে দেখবেন একই লোক সব জায়গায়। কিছু সংখ্যক পেইড লোক দিয়ে আন্দোলন করা যাবে না। আন্দোলন জোড় দ্বার করতে হলে মানুষের ভাল বাসা নিয়ে রাজপথে থাকতে হবে। তিনি আরও বলেন, বিএনপিকে বলবো এসব ষড়যন্ত্রের রাজনীতি বাদ দিয়ে নির্বাচনের মাঠে আসুন, জনগণ যদি আপনাদের ভোট দেয় আপনারা ক্ষমতায় যাবেন।