Thursday, September 28, 2023
Homeজামালপুরসানন্দবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠনআমিনুল ইসলাম সভাপতি, রশিদুল আলম সম্পাদক

সানন্দবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠনআমিনুল ইসলাম সভাপতি, রশিদুল আলম সম্পাদক

রশীদুল আলম শিকদার : শনিবার ১১ফেব্রুয়ারী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বকসীগঞ্জের লাউচাপড়া অবকাশ বিনোদন কেন্দ্রে সাংবাদিকদের মিলনমেলা আয়োজনের মধ্য দিয়ে সানন্দবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। এতে আমিনুল ইসলাম আকন্দকে সভাপতি, রশীদুল আলম শিকদারকে সাধারণ সম্পাদক, মুসফিকুর রহমান বকুল কোষাধ্যক্ষ এবং নজরুল ইসলামকে সহ-সভাপতি, আনোয়ার হোসেন রুবেল সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। এছাড়াও জাকিউল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুব শাহ জিহাদী সাহিত্য বিষয়ক সম্পাদক, হারুন অর রশিদ প্রচার সম্পাদক, মোক্তারুল ইসলাম রানা সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, ফরিদুল ইসলাম দপ্তর সম্পাদক, মোস্তাইন বিল্লাহ, রিয়াদ হাসান, ফরহাদ আলম এবং নাজমুল হাসানকে কার্যকরী সদস্য করে ১৫ সদস্যদের কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রশীদুল আলম শিকদার এর সঞ্চালনায়, আমিনুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আলামীন, রাজীবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা, ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম, যুগান্তর বকশিগঞ্জ প্রতিনিধি সরওয়ার জামান রতন। অতিথিদের দিকনির্দেশনা মুলক বক্তব্যে বস্তুনিষ্ঠা সংবাদ পরিবেশন করার পরামর্শ দেন। শেষে মধ্যাহ্ন ভোজ ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কার্যক্রম সমাপ্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments