Saturday, July 27, 2024
Homeজামালপুরসাব-রেজিষ্ট্রার কার্যালয়ে কর্মরত নকলনবিশগনের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে কর্মরত নকলনবিশগনের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

সাদিক মাহমুদ অর্প : জামালপুর সদর সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে কর্মরত নকলনবিশগনের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সদর সাব রেজিষ্ট্রার কার্যালয় কতৃক আয়োজিত ১৪ ফেব্রুয়ারী দিনব্যাপী রেজিষ্ট্রেশন কমপ্লেক্স এর তূতীয় তলায় ৮০ জন নকলনবিশগনকে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালার এই আয়োজন করেন। রেজিষ্টার বহিতে দলিল নকলকরণ,তুলনাকরণ ও পাঠকরণ পদ্ধতি দলিলের নকল বা সার্টিফাইড কপি প্রস্তুত প্রদ্ধতি,ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩,দলিল সূচিকরণ ও পারিশ্রমিক বিল প্রস্তুত পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণার্থী নকলনবিশদের প্রশিক্ষণ দেওয়া হয়। জেলা রেজিষ্ট্রার জহুরুল ইসলাম, সদর সাব রেজিষ্ট্রিটার শাহজাহান আলী বিপিএএ ও ইসলামপুর উপজেলার সাব রেজিষ্ট্রার আয়শা সিদ্দিকা প্রশিক্ষণার্থী নকলনবিশদের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। তাদের এই প্রশিক্ষণ দেওয়ার ফলে দলিল গ্রহিতাগণ ব্যাপক ভাবে উপকৃত হবেন বলে সচেতন মহলের মন্তব্য করেন।

Most Popular

Recent Comments