Friday, September 29, 2023
Homeবিনোদনসালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির নতুন গান প্রকাশ্যে

সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির নতুন গান প্রকাশ্যে

মুক্তি পেয়েছে সালমান খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর নতুন গান ‘ও বল্লে বল্লে’। এই গানে লম্বা চুল, কালো মেরুনের জমকালো জ্যাকেটে নজর কেড়েছেন ভাইজান।

সালমান খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির আগে একের পর এক গান, ট্রেলার প্রকাশ করে ইতোমধ্যে উত্তেজনা তৈরি করেছে। প্রথম গানে যেমন সালমান খানের সঙ্গে পূজা হেগড়ের প্রেম কাহিনি গড়ে ওঠার আভাস মিলেছিল, নতুন এই গানে তেমনই ছবিতে তার বাকি তিন বন্ধুর প্রেমের ঝলক দেখা গেছে। সুখবীরের কণ্ঠে ও তারই সংগীত পরিচালনায় তৈরি হয়েছে এ গান।

এটি মূলত পাঞ্জাবী গায়ক সুখবীর সিংহের পুরোনো হিট গান ‘বল্লে বল্লে’র নতুন ভার্সন। গানে দেখা যায় সালমান  খান, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পালক তিওয়ারি, ভিনালি ভাটনগর, সিদ্ধার্থ নিগম ও জসসি গিলকে।

গানের শুরুতেই সালমান খানকে দুর্দান্ত স্টেপে নাচ করতে দেখা গেল। শেহনাজ ও রাঘব, পালক ও জসসি এবং সিদ্ধার্থ ও ভিনালির প্রেমের ঝলকও মেলে। গানের কথা লিখেছেন কুমার। গানের মূল উপাদান পাঞ্জাবী বিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments