Sunday, September 24, 2023
Homeবিনোদনসাড়া পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, কৃতজ্ঞ সালমান

সাড়া পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, কৃতজ্ঞ সালমান

শুরুটা দুর্দান্ত হয়নি। মুক্তির প্রথম দিন মাত্র ১৫ কোটিতেই আটকে যায় সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। সমালোচকরাও সিনেমার নেগেটিভ রিভিউ দিয়েছেন। তবে ঈদের দিন প্রিয় ভাইজানকে নিরাশ করল না ভক্তরা। দ্বিতীয় দিন এক লাফে বেড়েছে সিনেমার আয়। খুশির ঈদে দলে দলে সিনেমা হল ভরিয়ে দিয়েছেন সালমান অনুরাগীরা।

চলতি বছরের অন্যতম বহুচর্চিত সিনেমা ফারহাদ সামজি পরিচালিত কিসি কা ভাই কিসি কি জান। সালমানের শেষ দুটি রিলিজ ‘রাধে’ এবং ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ বক্স অফিসে দাগ কাটতে পুরোপুরি ব্যর্থ। তাই এই সিনেমার বক্স অফিস ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন সালমান। পাঠান ঘিরে যে উন্মাদনা চোখে পড়েছিল, তার ছিটেফোঁটাও দেখা যায়নি এই সিনেমাকে ঘিরে। তবে ইদের বক্স অফিস নম্বর দেখে খানিকটা স্বস্তিতে সালমান। 

শনিবার (২২ এপ্রিল) ২৫.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ভাইজানের সিনেমা। যার অর্থ সিনেমা মুক্তির প্রথম দুই দিনে মোট ৪১.৫৬ কোটি টাকা আয় করেছে কিসি কা ভাই কিসি কি জান। এর জেরেই ভক্তদের ধন্যবাদ জানালেন তারকা।

টুইটারে নিজের একটি ছবি শেয়ার করে নায়ক লেখেন, আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। মন থেকে কৃতজ্ঞতা। 

সালমানের ছবির কমেন্ট বক্সে এক ভক্ত লেখেন, ‘ভাইজান আপনি নিজের একটা নিয়ম ভুলে গেছেন, নো সরি, নো থ্যাংক ইউ’। অন্য একজন লেখেন, ‘ভাই সবসময় তোমার পাশে আছি, আপনি আমাদের জান’। 

প্রথম দিনের তুলনায় সিনেমার আয় একলাফে ৬২.৮৭ শতাংশ বেড়েছে দ্বিতীয় দিন। দেশের নানান প্রান্তে রোববারও (২৩ এপ্রিল) সিনেমার একাধিক শো হাউসফুল। প্রাথমিক রিপোর্ট বলছে তৃতীয় দিনেও সিনেমার কালেকশন রয়েছে ২৫-২৭ কোটির আশেপাশে। এর ফলে প্রথম তিন দিনে সিনেমার আয় দাঁড়াল ৬৭-৬৯ কোটি টাকা। 

সালমানের এই সিনেমার ভারতের ৪৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। সিনেমার শো সংখ্যা প্রায় ১৬০০০। সিনেমায় সালমান ছাড়াও দেখা মিলেছে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, পলক তিওয়ারি ও জগপতি বাবুদের। ক্যামিও অ্যাপিয়ারেন্সে দেখা মিলেছে রাম চরণের।

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর সেভাবে বক্স অফিসে ঝড় তুলতে সফল হননি সালমান। কিসি কা ভাই কিসি কি জান কি এই হিসাব বদলাতে সফল হবে? সেটাই এখন দেখার পালা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments