Monday, June 24, 2024
Homeখেলাধুলাসিরিজের মাঝপথে দল ছাড়লেন ইংলিশ স্পিনার

সিরিজের মাঝপথে দল ছাড়লেন ইংলিশ স্পিনার

আজ থেকে রাঁচিতে শুরু হয়েছে সিরিজের চতুর্থ টেস্ট। তবে এই ম্যাচের আগেই ইংল্যান্ডের বিমান ধরেছেন রেহান আহমেদ। আজ সকালেই দেশের পথে রওনা দিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাচ্ছেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার।

মূলত ব্যক্তিগত কারণেই সিরিজের মাঝপথে দেশে ফিরেছেন রেহান। গতকাল বৃহস্পতিবার ম্যাচের আগের দিন দলের অনুশীলনে ছিলেন রেহান। স্থানীয় সময় দুপুর ১টায় যখন একাদশ ঘোষণা করা হয়, তখনও তার দেশে ফেরার কোনো ব্যাপার ছিল না। পরে তিনি জানতে পারেন পারিবারিক প্রয়োজনের কথা।

এই সিরিজে আরও একটি ম্যাচ বাকি থাকলেও রেহানের আর ফেরা হচ্ছে না। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানায়, ‘জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরছেন রেহান এবং এই সিরিজে তিনি আর ফিরবেন না।’

রাঁচি টেস্টে রেহানের বদলে অফ স্পিনার শোয়েব বাশিরকে একাদশে ফিরিয়েছে ইংল্যান্ড। একাদশের অন্য বিশেষজ্ঞ স্পিনার টম হার্টলি। চলতি সিরিজেই অভিষিক্ত বাঁহাতি স্পিনার এখনও পর্যন্ত নিয়েছেন দলের সর্বোচ্চ ১৬ উইকেট।

ভারতের চলতি সিরিজের প্রথম তিন টেস্টেই ইংল্যান্ডের একাদশে ছিলেন রেহান। সেই তিন ম্যাচে উইকেট নিয়েছেন তিনি ১১টি।

Most Popular

Recent Comments